এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জিলা স্কুল সেরা

রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বগুড়া জিলা স্কুল সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রয়েছে। গত রোববার,১২ মে/২০২৪, প্রকাশিত এসএসসি’র ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।এ বছর বগুড়ায় মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৭০৭জন যা শতকরায় ৮৯ দশমিক ৯২ শতানংশ এবং জিপিএ -৫ পেয়েছে মোট ৬ হাজার ৫৭৪ জন।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া জিলা স্কুলে এবার মোট ২৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে শতভাগ পাশসহ ২৩০জন জিপিএ -৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৭ দশমক ৪৫ শতাংশ।বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন যা শতকরায় ৯৫ দশমিক ০৬ শতাংশ।বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩৭১জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।

এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪২জন যা শতকরায় ৯২ দশমিক ১৮ শতাংশ।বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ৪৪৪জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ৪০৪জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৯০দশমিক ৯৯ শতাংশ।বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৩৪৮জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১২জন। যা শতকরায় ৮৯ দশমিক ৬৬ শতাংশ।বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২৩৬জনের সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২০৩জন যা শতকরায় ৮৬ দশমিক ০১ শতাংশ।বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৩জনের সবাই পাশ করেছে।এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৪৪জন যা শতকরায় ৮৩ দশমিক ০১ শতাংশ।টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে ১১২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছেন৷ এদের মধ্যে ৯০জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৮০ দশমিক ৩৫ শতাংশ।বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ২৫৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই পাশ করেছে। এছাড়া এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন যা শতকরায় ৭২ দশমিক ৩৭শতাংশ।

এছাড়া বগুড়া বীট মডেল স্কুল কলেজ থেকে শতভাগ পাশ করেছে। নতুন এই প্রতিষ্ঠান থেকে ২৫জন শিক্ষার্থীদের ১০জন জিপিএ -৫ পেয়েছে।বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, ‘ শিক্ষক, শিক্ষার্থী ও সকল সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় বগুড়ায় আমাদের প্রতিষ্ঠান এবার জিপিএ- ৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। আশা করছি ভোগমান সহায়ক হলে, এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও ফলাফল ভাল হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *