গাজীপুর : গাজীপুর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আসমা আক্তার(৩০) টঙ্গীর নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৮ সালে বারে যোগদান করেন। পাঁচ মাস আগে তার বিয়ে হয়।
সোমবার(১৩ মে) বিকেলে টঙ্গীর মিরাশ পাড়ায় এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের পিতার নাম হাফিজ উদ্দিন। টঙ্গী পূর্ব থানার মিরাশ পাড়া এলাকায় স্বামীর সাথে বসবাস করতেন আসমা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ২০ জানুয়ারী তিনি আইনজীবী হিসেবে গাজীপুর বারে যোগদান করেন। তার সদস্য নম্বর ১৭০৩।
পাঁচ মাস আগে রায়হান পারভেজের সাথে তার বিয়ে হয়। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে আসমা টিনসেড ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেন। জানাজানি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। তখন ডাক্তার মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) আরফান আলী বলেন, আইনজীবী আসমা আক্তার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আত্মহত্যার কারণ তদন্তে জানা যাবে।
গাজীপুর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট জাকির হোসেন কালের কন্ঠ কে বলেন, রীতি অনুযায়ী একজন আইনজীবীর মৃত্যু হলে পরদিন আদালতে বিচার কাজ বন্ধ থাকে। তাই মঙ্গলবার গাজীপুর বারে বিচার কাজ বন্ধ থাকবে।