ইসমাইল হোসেন, গাজীপুর: জয়দপবপুর জংশনের কাজী বাড়ি এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৩২ ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।
শনিবার( ০৪ মে) সন্ধ্যা ৭টায় নিয়মিত যাতায়াতের অংশ হিসেবে আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে জয়দেবপুর ছেড়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।
শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা-জয়দেবপুগতকালর রেলরুটের জয়দেবপুরে কাজী বাড়ি এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ টি বগি লাইন চ্যুত হয়। এসময় তেলবাহী ট্রেনের ৯টি ওয়াগনের মধ্যে কয়েকটি ওয়াগনে ফাটল ধরলে তেল ঝরা শুরু হয়। এই ঘটনার পর প্রায় তিন ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ডিজেল ভর্তি তেলবাহী ট্রেনের বিপদজনক ওয়াগন সহ উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
এদিকে এক লাইন দিয়ে ট্রেন চলাচলের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল ট্রেন বিলম্বে যাতায়াত করছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানিয়েছে ওই সূত্র। এরপর সন্ধ্যা ৭ টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।