গাজীপুর: আসন্ন কোরবানীর ঈদে সারাদেশের মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না এবং ফিটনেস বিহীন যানবাহন কোরবানীর পশু পরিবহন করা হলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বুধবার( (২৬আগষ্ট) সন্ধ্যায় গাজীপুরের চন্দ্রায় সম্প্রসারিত সড়কের নির্মান কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মহাসড়কে কোনোমতেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। চন্দ্রার মোড়ে নতুন করে বাইলেন তৈরী করায় এবারের ঈদে এবং পরবর্তীতে এখানে কোনো ধরণের যানজট হবে না বলে মন্ত্রী আশ্বাস দেন।
পরিদর্শনকালে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।