ঢাকা: জাতীয় পার্টির বরগুনা জেলা কমিটির মতবিনিময় সভায় এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে হট্টগোল করেছেন জেলার নেতাকর্মীরা।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির রাজধানীর বনানী কার্যালয়ে এ হট্টগোল বাধে।
সভায় বরগুনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহজাহান তার বক্তব্যে বলেন, দলের জন্য নেতাকর্মীদের বিভিন্ন সময় অর্থ দিয়ে আসছি, ২০০১ সাল থেকে পার্টিকে ধরে রাখার চেষ্টা করে আসছি।
এমন বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা জাতীয় পার্টির নেতা মকবুল হোসেনসহ অন্যরা ‘মিথ্যা কথা’ বলে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এতে তুমুল হট্টগোল শুরু হলে শাহজাহানকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হলে পরিস্থিতি শান্ত হয়। সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুও উপস্থিত ছিলেন।