গাজীপুর: ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের ( অজ্ঞাত) মৃত্যু হয়েছে।
এ সময় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানে অগ্নি সংযোগ করেছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাত ৯ টা থেকে ৯: ৩০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো।
বৃহস্পতিবার রাত নয়টায় মহানগরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় হাজী আবু সাঈদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
গাছা থানার ডিউটি অফিসার এস আই আরিফ হোসেন বলেন, বাইক চালকের লাশ উদ্ধারে থানা থেকে এস আই আনেয়ার হোসেন ঘটনাস্থলে রয়েছেন।
পথচারী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালক ঢাকার দিকে যাচ্ছিলো। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত শতাধিক জনতা মহাসড়কে অবস্থান নেয় ও কাভার্ড ভ্যানের গ্লাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এতে কাভার্ড ভ্যানের ড্রাইভারের সিট পুড়ে যায়। সংবাদ পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত লোকদের রাস্তা হতে সরিয়ে দেয়।
গাছা থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ব্যক্তির লাশ, ঘাতক কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা ময়মনসিংহ সড়কের বড়বাড়ী বাসস্ট্যান্ডে এলাকায় রাস্তা পারাপারের সময় পাপন (২০) নামে একজন গুরুতর আহত হয়েছে। সে শেরপুর জেলার কর্নজোরা সফিকুল ইসলাম ছেলে। সে স্থানীয় আল হেরা নামক প্রতিষ্ঠানে চাকুরী করে।
আহত পাপনের ভাই রাসেল মিয়া বলেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।