রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, গাজীপুরের শ্রীপুরে এক প্রতিবন্ধী ষাটোর্ধ বৃদ্ধ ও তার স্ত্রীকে বসতবাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশী।
শনিবার ২৩ মার্চ দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া উপজেলা বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
অভিযুক্ত প্রভাবশালী সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত মনসুল আলীর ছেলে।
প্রতিবন্ধী লাল মিয়ার স্ত্রী রাহেলা বেগম বলেন, সকাল বেলা ওঁরা লোকজন নিয়ে এসে আমার স্বামীকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে বাড়ির বাইরে ফেলে রেখে এসে বসতবাড়ি ভাংচুর শুরু করে। এরপর আমি তাদের হাতেপায়ে ধরে বসতবাড়ি না ভেঙে দিতে অনুরোধ করি। কিন্তু ওঁরা থামেনি। আমি মানুষের বাড়িতে কাজ করে মাথাগোঁজার ঠাঁইটুকু কিনছি। কিন্তু ওঁরা আজ আমাকে রাস্তায় বসিয়ে দিলো। আমি অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় থাকবো কি করবো। আজ আমাদেরকে রাস্তায়,বসিয়ে দিল ক্ষমতার জোরে। আমি এর বিচার চাই। আপনারা আমার বিষয়টি দেখেন আমার প্রতিবন্ধী স্বামী বাগানের ভেতর পড়ে রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকবর আলী খান বলেন, জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।