গাজীপুর, ১৫ আগস্ট ২০১৫: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (শনিবার) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ, কচি-কাঁচা একাডেমী এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সোসাইটির সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাহাত আহম্মেদ, তানিয়া তাহের, নাজনীন নাহার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জান্নাতুন নাহার তিশা, মেহেদী হাসান অন্তর এবং তন্ময় ইসলাম মিম্মা বক্তব্য রাখে। আলোচনাসভা শেষে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল হক।
খবর প্রেসবিজ্ঞপ্তি