নির্বাচন-পরবর্তী টালমাটাল পরিস্থিতির মধ্যে নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। শুক্রবার রাতে তারা জানিয়েছে, তাদের দল বিরোধী দলের ভূমিকায় থাকবে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা ইমরান খানের নির্দেশেই দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
কওমি ওয়াতান পার্টির (কিউডব্লিউপি) সাথে এক বৈঠকের পর পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ সাংবাদিকদের বলেন, পিটিআই জাতীয় পরিষদ এবং পাঞ্জাব পরিষদে বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘অনেক রাজনীতিবিদ এই অভিযোগের মুখে পড়েছেন যে তারা ক্ষমতালোভী। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কেন্দ্র ও পাঞ্জাবে আমরা বিরোধী আসনে বসব। অবশ্য আমরা ভোটের হিসাবে সরকার গঠনের মতো আসন পেয়েছি।’
তিনি বলেন, ফর্ম-৪৫ অনুযায়ী পিটিআই-সমর্থিত প্রার্থীরা যত আসনে জয়ী হয়েছিল, তা ফম-৪৭-এ কমিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, ইমরান খানের নির্দেশে তাদের দল অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। আর এ কারণেই আসাদ কায়সারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কিউডব্লিউপি অফিসে গিয়েছিল।
নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেলেও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠন করতে যাচ্ছে।
সূত্র : ডন, দি নিউজ ইন্টারন্যাশনাল