বিশ্ব ইজতেমা ময়দানে পৌছেছেন মাওলানা সাদের তিন ছেলে, নিরাপত্তা জোরদার

Slider ফুলজান বিবির বাংলা


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহনের জন্য ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন মাওলানা সাদের তিন ছেলে। ইজতেমার আয়োজক সাদ পন্থীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তিন ভাইকে বরণ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অতিরিক্ত ব্যবস্থা গ্রহন করেছে।
বুধবার(৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মাওলানা সাদের তার তিন ছেলে ময়দানে এসেছেন।

তারা হলেন, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী, মেঝো ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী। তাদের সাথে নিজামউদ্দিন মারকাজের ১৪ জনের একটি জামাত ময়দানে উপস্থিত আছেন।

এবারের ইজতেমায় বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অংশগ্রহন পুরোপুরি নিশ্চিত না হলেও বুধবার সন্ধ্যায় তার তিন ছেলে ময়দানে এসেছেন।

মাওলানা সাদের তিন ছেলেকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে (ইস্তেকবাল) স্বাগত জানান বাংলাদেশের কাকরাইলের শীর্ষ শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম। তাদের বহনকারী গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরে এবং সাড়ে ৭টায় ইজতেমা ময়দানে প্রবেশ করে। এ সময় স্বাগতিক বাংলাদেশের শীর্ষ মুরব্বিরা তাদের ফুল ছিটিয়ে স্বাগত জানান এবং বরণ করে নেন।

বর্তমানে তারা বিদেশি তাঁবুতে বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। তবে এবারের দ্বিতীয় পর্বে ইজতেমায় বিশ্বের শতাধিক দেশের প্রায় ১২-১৪ হাজার বিদেশি মেহমান অংশগ্রহণ করবেন বলে দাবী করছেন ইজতেমার মুরব্বিরা।

টঙ্গী পশ্চিত থাকার ওসি সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারি তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যে ময়দানের প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গীমুখী। পুরো ময়দান এখন টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিতে ভরপুর। এ ¯্রােত আগামী রোববার আখেরি মোনাজাত পর্যন্ত অব্যাহত থাকবে। জল, স্থল, নৌ ও আকাশ পথে আসছেন মুসল্লিরা। কেউবা পায়ে হেটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে ইজতেমা ময়দানে আসছেন।

প্রসঙ্গত, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে নিজামউদ্দিন মারকাজের বিশ্ব ইজতেমা তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *