দুদকের মামলায় মাহমুদুর রহমানের ৩ বছরের কারাদণ্ড  

Slider জাতীয়

87652_mahmudur-rahman

 

সম্পদ বিবরণী সংক্রান্ত দুদকের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৩ বছরের কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ই মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ই জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমেদ বাদি হয়ে মামলাটি করেন। এ মামলায় একই বছরের ১৫ই জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮শে এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *