টঙ্গী ( গাজীপুর) প্রতিনিধি: ঢাকা -টঙ্গী রেলরুটের আব্দুল্লাহপুরে টঙ্গী ব্রীজে উঠার আগে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার শেষে ছয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমাবার(২৫ ডিসেম্বর)সকাল ১০টায় এই ঘটনা ঘটে। বিকেল ৪ টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা ময়মনসিংহ- টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি টঙ্গী ব্রীজে উঠার একটু আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়। সোমবার( ২৫ ডিসেম্বর) সকাল ১০ টা ০৫ মিনিটে এই দূর্ঘটনা ঘটে। এতে হতহতের কোন ঘটনা ঘটেনি।আবদুল্লাহপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ ও সিলেট থেকে ঢাকামুখী পাঁচটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়।
সিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলে হলো, ময়মনসিংহ থেকে ঢাকামুখী একতা একপ্রেস, জামালপুর কমিউটার, বনলতা এক্সপ্রেস ও ব্রম্মপুত্র এক্সপ্রেস এবং সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেস’।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( এস আই) ছোটন শর্মা সংবাদটি নিশ্চিত করে বলেন, বগিগুলো লাইন থেকে সরানো হয়েছে। এরপর লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।