ধুনটে স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে স্বামীর আত্মহত্যা

Slider নারী ও শিশু

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার জেলার ধুনট উপজেলায় বগা হাওয়ালদার (৪৫) নামে এক মৎস্যজীবী স্ত্রী’র ছবি গলায় ঝুলিয়ে নিজ ঘরের ভেতর আত্মহত্যা করেছে। নিহত বগা হাওয়ালদার ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের নিখিল চন্দ্র হাওয়ালদারের ছেলে। গত শুক্রবার, ১ ডিসেম্বর/২০২৩ সকালের দিকে বগা হাওয়ালদারের মৃতদেহ ধুনট থানা থেকে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার,৩০ নভেম্বর /২৩ রাতে চরধুনট গ্রামে নিজের শয়ন ঘরের ভেতর থেকে বগার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগা হাওয়ালদার প্রায় ১০বছর আগে নওগাঁ জেলা সদরে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে। তাদের অভাব অনটনের সংসার। জীবিকার তাগিদে বগার স্ত্রী ২ বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরি করেন। আর বগা হাওয়ালদার বাড়িতে থেকে ধুনট বাজারে মাছের ব্যবসা করেন। প্রায় ১৫ দিন আগে বগার স্ত্রী ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন।এদিকে সংসারের অভাব অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে সংসার করতে অস্বীকৃতি জানিয়ে ২৭ নভেম্বর সন্তানকে নিয়ে বগার স্ত্রী নওগাঁ বাবার বাড়িতে চলে যায়। কিন্ত বারবার চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে পারেনি বগা। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্ত্রীর ২০টি পাসপোর্ট ছবি দিয়ে মালা তৈরী করে গলায় ঝুলিয়ে নিজ ঘরের ভেতর তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে বগা হাওয়ালদার আত্মহত্যা করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বগা হাওয়ালদারের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যবস্হা নেওয়া হবে বলে মোটামুটি ভাবে আশ্সাশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *