ফাহিমা নূর/জাকারিয়া, গাজীপুর: গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি আসনেই আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এর মধ্যে গাজীপুর-১ আসনে ৯জন, গাজীপুর-২ আসনে ১০জন, গাজীপুর-৩ আসনে ৮জন, গাজীপুর-৪ আসনে ৮জন ও গাজীপুর-৫ আসনে ৯জন সহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দেন।
বৃহসপতিবার (৩০ নভেম্বর) গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই সংবাদ জানা গেছে।
মনোনয়নপত্র জামাদান কারীরা হলেন, গাজীপুর-১ আসনে তৃনমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: সফিকুল ইসলাম, আওয়ামীলীগের আকম মোজাম্মেল হক, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, জাকের পার্টির মো: মানিক সরকার, স্বতন্ত্র মো: রেজাউল করিম, জাতীয় পার্টির আল আমিন, তৃনমূল বিএনপির মো: আ: জাব্বার সরকার।
গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মো: জয়নাল আবেদীন, জাকের পার্টিও রীনা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, বাংলাদেশ আওয়ামীলীগের জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ডা: সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, বাংলাদেশ সুপ্রীম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আমির হোসাইন ও বাংলাদেশ কংগ্রেসের রেহেনা আক্তার রিনা ।
গাজীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতালীগের মো: আ: রহমান, জাসদের মো: জহিরুল হক মন্ডল বাচ্চু, জাকের পার্টির মো: আলাউদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের রুমানা আলী, স্বতন্ত্র ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: জয়নাল আবেদীন,স্বতন্ত্র এ কে এম সাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির এস এম সাইফুল ইসলাম।
গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র সামসুল হক, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ আওয়ামীলীগের সিমিন হোসেন রিমি,স্বতন্ত্র আলম আহমেদ, জাতীয় পার্টির মো: সামসুদ্দিন খান, বাংলাদেশ সুপ্রীম পার্টির মাসুদ চৌধুরী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ এর মোহাম্মদ সারোয়ার-ই কায়নাত ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুর রউফ খান।
গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির উর্মি, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আল আমিন দেওয়ান, গণফোরামের মো: সোহেল মিয়া, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র আখতারউজ্জামান ও বাংলাদেশ আওয়ামীলীগের মেহের আফরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এ এস এম মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।