গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৫ গাজীপুর-২(সদর-টঙ্গী) আসনে ১০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে টঙ্গী থেকে আওয়ামীলীগের দুইজন প্রার্থী। সদরে আওয়ামীলীগের এক প্রার্থী।
বৃহসপতিবার (৩০ নভেম্বর) গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই সংবাদ জানা গেছে।
গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মো: জয়নাল আবেদীন, জাকের পার্টির রীনা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ডা: সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, বাংলাদেশ সুপ্রীম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আমির হোসাইন ও বাংলাদেশ কংগ্রেসের রেহেনা আক্তার রিনা ।
গাজীপুর-২ আসনে মোট ভোটার সাত লাখ ৭৮ হাজার ৯৯০ জন। পুরুষ ভোটার তিন লাখ ৯১ হাজার ৩৪ জন, নারী ভোটার তিন লাখ ৮৭ হাজার ৯৫৬জন। এর মধ্যে টঙ্গী প্রায় অর্ধেক ভোটার।