গাজীপুর: টঙ্গীতে সিএনজি-অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
সোমবার(৩ আগষ্সট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করে দেয়ায় দেশ ব্যাপি বিক্ষিপ্ত আন্দোলনের অংশ হিসেবে সিএনজি -অটোরিক্সা শ্রমিকেরা ঢাকা
ময়মনসিংহ সড়কে মাইক লাগিয়ে হাতে লাঠিশোটা নিয়ে একটি মিছিল বের করবার চেষ্ঠা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয় দিতে গিয়ে হালকা লাঠি চার্জ করে ও আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়ে। এতে কমপক্ষে ৬জন শ্রমিক আহত হয়। এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে আন্দোলনকারী জড়ো হওয়ার চেষ্টা করছেন।
বেলা দেড়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তি যে কোন অ-প্রিতিকর পরিবেশ বজায় রাখতে সমগ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে ॥
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।