মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃবগুড়া জেলার দুপচাঁচিয়ায় গত সোমবার,৯ সেপ্টেম্বর /২৩ বিকালে করাতকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানকালে উপজেলা সদরের সিওঅফিস বাসস্ট্যান্ড এলাকায় করাতকলের লাইসেন্স না থাকার অপরাধে মকবুল হোসেনের ৩হাজার টাকা, ইউসুফ আলীর ১হাজার ৫’শ টাকা, মান্টু প্রামানিকের ১হাজার টাকা ও কাঁচা বাজার এলাকায় আব্দুর রবের ১হাজার টাকা সহ মোট ৬হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, থানার এসআই সজিব মাহমুদ, ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুর রহমান, বনবিভাগের কর্মচারী সরওয়ার হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ। সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়কের পাশে রাখা কাঠের গুড়ি অবিলম্বে সড়িয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।