গাজীপুর: গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে অবস্থিত গাছা প্রেসক্লাব সিলগালা করেছে গাজীপুর সিটিকরপোরেশন। সিটিকরপোরেশনের জায়গায় অবস্থিত দোতলা এই ভবনের নীচতলায় গাছা প্রেসক্লাব ও দোতলায় সাবেক কাউন্সিলর মামুন মন্ডলের অফিস ছিল। বর্তমানে মামুন মন্ডলের অফিসে একজন নারী কাউন্সিলর বসতেন। একই সাথে এই ভবনে থাকা একাধিক দোকানপাটও ছিল গালা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পদাক আব্দুল হামিদ জানান, আমাদের কোন নোটিশ না দিয়ে আজ সিটিকরপোরেশন আমাদের যাবতীয় মালামাল ট্রাকে করে নিয়ে গেছে। দোকানপাটও ছিল গালা করেছে। তারা প্রেসক্লাবের ভবনটি ব্যবহারের জন্য সাবেক ভারপ্রাপ্ত মেয়রের নিকট আবেদন করেছিলেন বলে জানান।
গাছা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে সিটিকরপোরেশন এই কাজ করেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে আজ এই কাজ হলো। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।