তামিম ইকবাল ছাড়া বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? এমন একটা প্রশ্ন ছিল সমর্থকদের মাঝে। যার উত্তর খানিকটা হলেও মিলেছে আজ। তানজিদ তামিম আর লিটন দাস জুটি ভালো কিছুর আশা দেখাচ্ছে। উদ্বোধনী জুটিতেই শতরান ছুঁয়েছে।
তানজিদ তামিম ও লিটন বেশ ভালোই স্বপ্ন দেখাচ্ছেন দলকে। গোয়াহাটিতে দারুণ ব্যাট করছেন দু’জনে। ১৪ ওভারেই দলকে পৌঁছে দেন তিন অংকের ঘরে। দু’জনেই তুলে নিয়েছেন অর্ধশতক।
শুরুটা করেছিলেন জুনিয়র তামিম। দারুণ ব্যাট করছিলেন শুরু থেকেই। পরে লিটন অবশ্য ছাপিয়ে যান তামিমকে। তাকে অপেক্ষায় রেখে তুলে নেন অর্ধশতক। অর্ধশতক তুলে নেন তামিমও। জাতীয় দলের জার্সিতে যা প্রথম। যদিও তা স্থান পাবে না রেকর্ডে, কেন না এটা প্রস্তুতি ম্যাচে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৬৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে জয়ের পথেই আছে টাইগাররা। ১৬ ওভারে বিনা উইকেটে তুলেছে ১১২ রান।
২০৫ বলে জয়ের জন্য চাই আরো ১৫২ রান। তামিম ৫৩ বলে ৫০ ও লিটন অপরাজিত আছেন ৪২ বলে ৫৫ রানে।
আরো সংবাদ
বিশ্বকাপে হাজির পাকিস্তানের ‘সুপারফ্যান’ বশির চাচা