মিঠুপুকুরে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ, আহত ২ শতাধিক

Slider রংপুর

রংপুরের মিঠাপুকুরে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের দুই শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এ সংঘর্ষ হয়।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় এমপি (রংপুর-৫) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এবং মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

সন্ধ্যা পৌণে ৭টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

জানা যায়, শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে বিবদমান এ গ্রুপ। এমপি গ্রুপ উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন স্থানে এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপ মহাসড়কের ওভারব্রিজের নিচে কর্মসূচির আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান গ্রুপের লোকজন হেনা মেমোরিয়াল কলেজের সামনে থেকে মিছিল সহকারে উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করার সময় এমপি বিরোধী স্লোগান দিতে থাকলে এমপিপন্থী লোকজন এর প্রতিবাদ জানায়। এতে সংঘর্ষ শুরু হয়।

উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন জানিয়েছেন, সংঘর্ষে তার গ্রুপের দেড় শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, এমপি গ্রুপের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, এই দুই গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং তাদের অনুসারী পৃথক দলীয় কমিটি সেখানে বলবৎ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *