পাকিস্তানের রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।
এসোসিয়েশন অব পাকিস্তানি ফিজিশিয়ানস অব নর্থ আমেরিকার ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া (ডিএমভি) চ্যাপ্টারের বার্ষিক সভা ও গালা ডিনারে মার্কিন এ সিনেটর পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
সেখানে সাংবাদিকদের ক্রিস ভ্যান বলেন, দীর্ঘদিন ধরেই আমি বাইডন প্রশাসনের সঙ্গে যুক্ত এবং আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি পাকিস্তানি রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো প্রচেষ্টা করা হয়নি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। যদিও পরবর্তী সময়ে তিনি তার এমন অভিযোগ থেকে সরে আসেন।
এনিয়ে তারবার্তা ফাঁসের মামলায় (সাইফার কেস) ইমরান খানের বিরুদ্ধে তদন্ত চলছে। আর এমন সময়েই মার্কিন সিনেটর এমন মন্তব্য করলেন।