জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল শনিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রেক্ষিতেই এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুদ হয়েছে। জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা অন্তত ১৫ মিনিট কথা বলেন। এ সময় আগামী শীতে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
দু্ই নেতার আলাপে বাংলাদেশের রাজনীতি কিংবা মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।