শিশু রাজন হত্যা পলাতকদের ধরতে ৭২ঘণ্টার আল্টিমেটাম

Slider জাতীয়

sylhet_sm_636898364
সিলেট: সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের পলাতক হত্যাকারীদের ধরতে ৭২ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

তারা বলছেন, ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে না পারলে কাঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে সিলেট সদর উপজেলার কুঁমারগাও তেমুখী এলাকায় আয়োজিত এক সমাবেশে এ আল্টিমেটাম দেন স্থানীয়রা।

স্থানীয় ২২ গ্রামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তারা বলেন- রাজনকে বর্বরোচিত নির্যাতন করে হত্যার ঘটনায় মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এলাকার কোনো মানুষ এ ঘটনা মেনে নিতে পারছেন না। তাই হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে মাঠে নেমেছে বিক্ষুব্ধ জনতা।

একই সঙ্গে গ্রেফতারের পর ৯০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে তাদের ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা চেয়াম্যান আশফাক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামছুল ইসলাম, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, সামছুল ইসলাম টুনু, আব্দুস শহীদ প্রমুখ।

এর আগে সোমবার (১৩ জুলাই) রাতে বাদেআলী গ্রামের ভাইয়ারপাড়স্থ নিহত রাজনের বাড়ির আঙ্গিনায় ২২ গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই এ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন শহরতলীর কুমারগাও বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

গত ০৮ জুলাই মঙ্গলবার রাজনকে পিঠিয়ে হত্যার পর মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬) করে মৃতদেহ গুম করার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় স্থানীয়রা ধাওয়া করে মুহিত আলম নামে এক ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় গাড়ি চালক আজিজুর রহমানের ছেলে রাজনকে হত্যার নির্মম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্ঠি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *