বগুড়া জেলার সোনাতলায় ৬৩ লাখ টাকা ব্যয়ে দুটি সড়কের উদ্বোধন

Slider রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গত মঙ্গলবার,৭ মার্চ২০২৩, ৬৩ লাখ ৭৩ হাজার ৫৫০ টাকা ব্যয়ে দুটি সড়কের এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কের উদ্বোধন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি। তিনি তার বক্তব্য বলেন, একটি এলাকা উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সেই এলাকার মানুষের জীবনযাত্রার মান তত উন্নত।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার রহমান টিটোর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, আব্দুল খালেক মাষ্টার, বিল্লাল মাষ্টার, জিএম আলী হাসান দুলাল, আরিফুর রহমান মেম্বার প্রমুখ।

এর পূর্বে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অত্র সোনাতলা উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা করার পূর্ব প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি সৈকত হাসান, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, চেয়ারম্যান গোলাম রব্বানী, আলহাজ্ব সহিদুল হক টুলু, একেএম লতিফুল বারী টিম, জাহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *