পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ কনস্টেবলের

Slider চট্টগ্রাম


চট্টগ্রামে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় সীতাকুণ্ড থানার তিন কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট রেলক্রসিংয়ে চট্টগ্রামমুখী ‘সোনার বাংলা’ ট্রেন পুলিশভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সীতাকুণ্ড থানার টহল টিমের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশলী বিভাগের অধীন ই-৮ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একজন গেটম্যান দায়িত্বে থাকার কথা; কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন ‘সোনার বাংলা’র চালক সিগন্যাল পেয়ে সামনের দিকে অগ্রসর হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যতটুকু বুঝেছি সেখানে কোনো গেটম্যান ছিল না। ফলে দায়িত্বরত পুলিশের টহলভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ’

তিনি বলেন, দুর্ঘটনায় তিনজন কনস্টেবল নিহত হয়েছেন। আর দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, স্টেশন মাস্টারের সিগন্যাল পেয়ে ট্রেনের চালক সামনে দ্রুতগতিতে আসতে থাকেন। দায়িত্বরত গেটম্যান উপস্থিত না থাকায় দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *