একাত্তর ও সময় টিভির টকশো যে কারণে বর্জন করেছে বিএনপি

Slider রাজনীতি

একাত্তর ও সময় টেলিভিশনের টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে বেসরকারি এই দুটি টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে দলের নেতাদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কী কারণে টিভি দুটির টকশো বর্জন করা হলো—এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সময় টেলিভিশন আজকে আমাদের জিয়া পরিবারকে টার্গেট করেছে। আমরা মনে করছি, এটি শত্রুতামূলক। তারা মিডিয়া প্যাকেজ তৈরি করে জিয়া পরিবারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তথা বিএনপির বিরুদ্ধে। এই প্যাকেজটা তারা করে তাদের মিডিয়াতে ছাড়ছে। এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক। যারা আমাদের পক্ষে টকশোতে অংশগ্রহণ করেন, তাদের নিয়ে আমরা আলোচনা করেছি, পরামর্শ করেছি। সেই পরামর্শের ভিত্তিতে আমরা সময় টেলিভিশনের যে টকশো, সেই টকশোতে উপস্থিত হব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই টিভিকে বর্জন করেছি।’

একাত্তর টিভি বর্জনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একাত্তর টেলিভিশনের বিষয়ে আমাদের বিশেষ কিছু অবজারবেশন আছে। সেটি হলো এই টিভির টকশোর উপস্থাপক বা উপস্থাপিকা তারা যেভাবে টকশোকে মঞ্চস্থ করেন—এটা সম্পূর্ণ সাজানো। আমাদের মনে হয়েছে, এটা বিএনপিকে ঘায়েল করার জন্য এবং বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা বিএনপির পরিবার, জিয়া পরিবারকে ঘায়েল করার জন্য।’

এ্যানি বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, একটা টকশোতে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে, পক্ষে-বিপক্ষে আলোচনার মধ্যে প্রতিযোগিতা হতে পারে। কিন্তু টকশোগুলো হচ্ছে একটি দলকে টার্গেট করে। একটি পরিবারকে টার্গেট করে মঞ্চস্থ টকশো আমাদের কখনো ভালো লাগেনি। তাই আমরা মনে করি, এটি সম্পূর্ণভাবে একটি আক্রোশ, একটি দলের বিরুদ্ধে অবস্থান। সুতরাং একটি নিরপেক্ষ গণমাধ্যমের কাছে আমরা এটা আশা করতে পারি না।’

বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব বলেন, ‘যারা আমাদের পক্ষে টকশোতে অংশগ্রহণ করেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি, পরামর্শ করেছি। সেই পরামর্শের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একাত্তর টিভির কোনো টকশোতে অংশগ্রহণ করব না। যতদিন পর্যন্ত আমাদের ওপর তাদের ব্যক্তিগত আক্রোশ পরিবর্তন করবে না, ততদিন আমরা এই টিভির টকশোতে অংশগ্রহণ করব না।’

এ্যানি বলেন, ‘এভাবে আমাদের দেশের কিছু গণমাধ্যম আমাদের টার্গেট করে তাদের প্যাকেজ বানাচ্ছেন, যা আমাদের জন্য দুঃখজনক। তাই আমরা আশা, করি তারা দ্রুত এখান থেকে তারা সরে আসবেন। তারপর হয়তো এটা নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে। দেখুন আমরা কোনো গণমাধ্যমের কাছেই পক্ষপাতমূলক আচরণ আশা করি না। তাই যে গণমাধ্যম ওয়ান সাইট বা পক্ষপাতমূলক আচরণ করবে, স্বাভাবিকভাবে ততদিন আমরা সেই গণমাধ্যমে টকশো করব না। আমরা আশা করি, তারা দ্রুত এই ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকে সরে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *