গতকাল শনিবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে প্রায় আধঘন্টা থেকে ফেরেন বসুন্ধরা নিজ বাসায়। পরদিন মানে, আজ রোববার দুপুরে আড়াইটায় অপু যান ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। তবে কি কারণে রাতে থানায় ও সকালে ডিবিতে গিয়েছেন- তা স্পষ্ট করেননি ঢাকাই সিনেমার এই নায়িকা।
অপুর কথায়, থানার বিষয়টি ‘সৌজন্য সাক্ষাৎ’। আর ডিবিতে গিয়েছেন একটি কাজে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ জানান, সাইবার বিষয়ে সহযোগিতার জন্যই অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
অপু বিশ্বাস একটি লিখিত অভিযোগও করেছেন। তার অভিযোগ, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এসব ভিডিও প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
এদিকে, গতকাল থানায় অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই হঠাৎ অপু থানায় আসা। প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে যান তিনি।