সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে আজকের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আগামী ৬ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তাই আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ কর্মসূচি স্থগিত করছি। এর প্রতিবাদে ৬ আগস্ট বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ ছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে
তাহের বলেন, ‘সভা সমাবেশ করা সংবিধান স্বীকৃতি অধিকার। সংবিধানের ৩৭ ধারায় সুস্পষ্টভাবে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন বারবার আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’