বিএনপির পর আওয়ামী লীগেরও সিদ্ধান্ত বদল

Slider ফুলজান বিবির বাংলা


বিএনপির পর সমাবেশের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী ‍লীগও। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলার মাঠে তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।’

এর আগে আজ রাত ৯টার দিকে বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফারাজি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *