সর্বশেষ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দারুণ খেলেছে বাংলাদেশ। মালদ্বীপ ও ভুটানের মতো দলকে হারিয়ে ১৪ বছর পর উঠে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে। তারই প্রতিফলন দেখা গেল ফিফা র্যাংকিংয়ে। উন্নতি করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
৩ ধাপ এগিয়ে বাংলাদেশের ফিফা র্যাংকিং এখন ১৮৯। আজ বৃহস্পতিবার র্যাংকিংয়ের এই হালনাগাদ প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দীর্ঘদিন ১৯২ নম্বরেই আটকে ছিলেন জামাল ভূঁইয়ারা। সাফের অমন পারফরম্যান্সের পরই ঘুরে যায় চিত্রনাট্য।
ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে শক্তিশালী লেবাননের বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও ভালো কিছু করার ছাপ ছিল বাংলাদেশের খেলায়। সেটিই দেখা গেছে পরের ম্যাচগুলোতে। গ্রুপপর্বের অপর দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানকে হারায় বড় ব্যবধানে। এরপর সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে লড়েছে হাড্ডাহাড্ডি। তবে অতিরিক্ত সময়ে গিয়ে হার দেখতে হয়।
এদিকে, ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থানে যথারীতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ও তিনে আছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল।
whatsapp sharing button