অনেক আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার অবসরের ঘোষণায় অবাক ক্রিকেট মহল। এমনকী সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে অনেকের জানার ইচ্ছা কেন হঠাৎ করেই অবসর নিলেন তামিম।
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
অবসরের কারণ হিসেবে উল্লেখিত বক্তব্যটি যথার্থ নয় বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। অনেকেই বলছেন, বোর্ডের সঙ্গে সমন্বয়হীনতার কারণেই তিনি অবসরের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: তামিমের অবসরের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
এ বিষয়ে একটি সূত্রে জানা গেছে, তামিমের অবসরের পেছনে মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট। দুমুখী চাপে পড়েই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এই কারণ মানতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘বিসিবি পক্ষ থেকে তাকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।’
জালাল ইউনুস আরও বলেন, ‘সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’
এদিকে তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সময়টা ভালো যাচ্ছিল না তার। বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তে মানসিকভাবে চাপে পড়েন তামিম। সেসব নিতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: তামিমের বিদায়ের ঘোষণায় সভা ডেকেছে বিসিবি
যদিও তামিম সে রকম কোনো কিছু তার সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি। তবে তার কান্নাভেজা চোখে স্পষ্ট সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না। তবে তামিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আবসরের ঘোষণা পেছনে হুট করে সিদ্ধান্ত ছিল না। এটার আলাদা আলাদা কারণ রয়েছে।’
নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তারা, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’
তামিম অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’
তবে বেশ কিছুদিন ধরে চোট ও ফিটনেস নিয়ে ভালোই ভুগতে হচ্ছিল বাঁহাতি এই ওপেনারকে। বিভিন্ন সিরিজের আগে ছিটকে যাওয়া কিংবা পারফরম্যান্স তলানিতে পৌঁছানো মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না তামিমের।
আরও পড়ুন: কান্নাভেজা কণ্ঠে বিদায়বেলায় যা বললেন দেশসেরা ওপেনার
এদিকে তামিমের অবসরের ঘোষণায় আজ রাত ১০টায় রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
২০০৭ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তামিম। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক। দলের অন্যতম সেরা ওপেনার তামিম। দেশের হয়ে তার ব্যাটেই এখন পর্যন্ত সর্বোচ্চ রান এসেছে। এছাড়া অধিনায়ক হিসেবে তামিমের সাফল্য চোখে পড়ার মতোই। ৩৭ ম্যাচের ২১টিতে জিতেছেন তিনি। এটি তার বড় সাফল্য।