ঢাকা: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে দেশ আরো সংকটের দিকে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়।এ জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা আছে লুটপাট আর দুর্ণীতি নিয়ে। এভাবে বেশি দিন চলতে দেওয়া যায় না। এর থেকে পরিত্রাণ পেতে হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠতা করতে হবে। নইলে দেশ আরো সংকটের দিকে চলে যাবে।