টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: সড়কে পশুর হাট বসার কারণে টঙ্গী শহরের মূল পয়েন্টে ৪টি সড়ক বন্ধ হয়ে গেছে। পশুর হাটে উপচে পড়া ভীড়ের কারণে ৪টি সড়কেযানবাহন চলাচল বন্ধ হওয়ায় টঙ্গী-জয়দেবপুর সড়কের কয়েকটি বিকল্প সড়কে যানচলাচল করছে না।
সরেজমিন দেখা যায়, টঙ্গীর সবেচেয় বড় পশুর হাট টঙ্গী পূর্ব থানার পিছন থেকে রাস্তার উপরে প্রায় এক বর্গ কিঃ মিঃ। এই হাটের ইজারার মূল্য এ কোটি ৮২ লাখ টাকা। এই হাটের কারণে টঙ্গী শহরের চারটি সড়কের প্রবেশধারে বাঁশ দিয়ে যানচলাচল আটকে দেয়া হয়েছে। ছোট ছোট ৪টি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ, টঙ্গী-কালিগঞ্জ, টঙ্গী আশুলিয়া সড়কে যানবাহনের চাপ
বেড়েছে। ছোট ছোট সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন এখন মহাসড়ক দিয়ে চলছে। মহাসড়কে রিক্সা অটোরিক্সা নিষিদ্ধ থাকলেও এখন টঙ্গী এলাকায় মহাসড়কে উঠে গেছে এসব যানবাহন।। এক বর্গ কিঃ মিঃ রাস্তা পশুর হাট হওয়ায় টঙ্গী শহরে বসবাসকারী ওই এলাকার বাসিন্দারা পায়ে হেঁটে চলাচল করছেন। কোন জরুরী রোগী হাসপাতালে যানবাহনে যেতে পারছেন না। এতে ভোগন্তি দেখা দিয়েছে।
টঙ্গী এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, পাকা রাস্তায় হাট বসানো উচিত নয়। পশুর হাট ফাঁকা জায়গায় হলে বাসিন্দাদের ভোগান্তি হতো না।
অটোরিক্সা চালক দিনাজপুরের আদিল মিয়া বলেন, চারটি রাস্তা বন্ধ হওয়ায় আমরা এখন মহাসড়ক দিয়ে চলাচল করছি। তবে মাঝে মাঝে পুলিশ আমাদের ধাওয়া করে।
এ বিষয়ে পশুর হাটের ইজারাদার আরিফুল ইসলাম রকি বলেন, রাস্তা বন্ধ না করে উপায় নেই। তবে বেচাকেনার স্বার্থে সাময়িক অসুবিধা তো হচ্ছেই।
টঙ্গী পুর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এটা সরকারী সিদ্ধান্ত। তবে পশুর হাট খোলা জায়গায় হলে ভালো হয় বলে মতামত তার।