ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কৃষকদল সদস্য নাছির উদ্দিন হাজারীর গাড়ি বহরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কসবা ও আখাউড়া উপজেলা শাখার অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে দু’টি মোটরসাইকেল।
শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কসবা উপজেলা বিএনপি নেতা শাহআলম, যুবদল নেতা এমদাদ সরকার, তরুণদল নেতা ইয়াছিন মাহমুদ ও আখাউড়া উপজেলা ছাত্রদল নেতা লুৎফুর আমিনের নাম জানা গেছে।
কেন্দ্রীয় কৃষকদল সদস্য নাছির উদ্দিন হাজারী দাবি করেন, কসবার সৈয়দাবাদ গ্রামে শনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে অতিথি হিসেবে অংশ নিতে শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে তিনি সৈয়দাবাদ যাচ্ছিলেন। পথে তিনলাখপীর বাসস্ট্যান্ডের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাদের মোটরসাইকেল বহরে হামলা চালায়। এতে তার কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় বহরের দু’টি মোটরসাইকেল গুড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।