‘পরমাণু চুক্তি সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই’

Slider সারাবিশ্ব

iran_700798840

ঢাকা: পরমাণু চুক্তি সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

শুক্রবার (০৩ জুলাই) ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হয় গত ২১ এপ্রিল। গত ৩০ জুন এ ধাপ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তার মেয়াদ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

ভিডিও বার্তায় ইরানী পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ চুক্তির ব্যাপারে আশাবাদী। আমি ও আমার সঙ্গে আলোচনারত বিশ্বনেতারা বিশ্বাস করেন, চাপ প্রয়োগ করে কখনও সমাধানে পৌঁছানো সম্ভব নয়। এতে দ্বন্দ্ব ও সংঘাতই ছড়ায়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলমান আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সমাধান খুব কাছেই, তবে আমাদের এখনও অনেক কাজ বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *