বরিশাল সিটি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ভোট দিতে বরিশালে আসেননি।
সাদিক আব্দুল্লাহ নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ভোট প্রদান করলেও বিকেল ৩টা পর্যন্ত সাদিক আব্দুল্লাহ বরিশাল আসেননি বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের কারণে তিনি বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না। প্রায় দুই মাস বরিশালে আসেননি মেয়র সাদিক।
তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ার পরে তার পক্ষে কাজ না করারও অভিযোগ রয়েছে সাদিক আব্দুল্লাহ ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ সব বিষয় নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ করে আসছেন আবুল খায়ের আব্দুল্লাহ। এমনকি নৌকার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করারও অভিযোগও রয়েছে সাদিক আব্দুল্লাহর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত সেলফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।