খুলনার সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৭০টি ভোট পড়েছে যা মোট ভোটের ৫.৫৯ শতাংশ। এই কেন্দ্রের মোট ভোট ১২৬৮টি।
ভোট কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ইমরুল হাসান বিবিসি বাংলাকে বলেছেন, তার কেন্দ্রে দিন শেষে ২৫-৩০ শতাংশ ভোট পড়তে পারে।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা নাগিব বাহার খুলনার মোট পাঁচটি কেন্দ্র ঘুরে দেখেছেন। সেখানে কেন্দ্রভেদে ভোটদানের হার ৫-৬ শতাংশ থেকে শুরু করে ৮-৯ শতাংশ পর্যন্ত দেখা গেছে।
এদিকে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।
সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক পাইওনিয়ার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
সূত্র : বিবিসি