মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃবৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১ এর “ঘ” শ্রেণীতে ১ম স্থান অর্জন করেছে বগুড়ার ট্রি ওয়ার্ল্ড নার্সারি এন্ড এগ্রো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ৫ মে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে পুরস্কার বিতরণ করেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি। বগুড়ার ট্রি ওয়ার্ল্ড নার্সারি এন্ড এগ্রোর প্রতিষ্ঠাতা তানজিম তারবিয়াত নিতু এই পুরস্কার গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এম.পি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারু, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ।
বগুড়ার ট্রি ওয়ার্ল্ড নার্সারি এন্ড এগ্রো বগুড়ার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি পালন করে। বৃক্ষের চারা তৈরী করে বিনামূল্যে বিভিন্ন এলাকায় বিতরণ করে বৃক্ষ রোপণে এগিয়ে যায়। বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপনে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন কর্মসূচি পালন করে। সাধারণ মানুষের মাঝে বৃক্ষ রোপণে উৎসাহে শহরের মাটিডালিতে বগুড়ার ট্রি ওয়ার্ল্ড নার্সারি এন্ড এগ্রো নামের একটি শোরুম দিয়ে বৃক্ষ প্রদর্শনী করে। পরে সেখানে একটি বাণিজ্যিকভাবে শোরুম শুরু করে। এই প্রতিষ্ঠানের প্রধান কলেজ শিক্ষার্থী নিতু তার নিজস্ব পরিকল্পনায় প্রতিষ্ঠানটি পরিচালনা করে আজ এই সাফল্য অর্জন করেছে।