শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র

Slider রাজনীতি


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় বলে জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

ড. ইউনূসকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ বুধবার কোম্পানীগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। এ সময় ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

কাদের মির্জা বলেন, ‘সুদখোর ড. ইউনুস উনার সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে। গ্রামীণ ব্যাংকের নামে আমার গ্রাম পর্যায়ের নিরীহ গরিব মানুষের শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে। তার গ্রামীণ ব্যাংকের সুদ ছিল ৪০ শতাংশ, শেষ করে দিয়েছে বাংলার নিরীহ মানুষকে। তাকে নোবেল পুরষ্কার দিয়েছে, আমি বলব এটা তাকে সুদের ওপর নোবেল দিয়েছিল। আজকে তার বিচার শুরু হয়েছে। এতদিন সে কোথায় ছিল, এখন কোথা থেকে আবির্ভাব হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘আমেরিকার কূটচাল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আমেরিকা সেন্টমার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায়। ঘাঁটি কী জন্য? এই ঘাঁটি করে তারা এখান থেকে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করবে। আর বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করবে। শেখ হাসিনাকে এই প্রস্তাব আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু নেত্রী ঘৃণা মনে তা প্রত্যাখ্যান করেছেন। বলেছিলেন, শির যাবে, তারপরও সীমানা দেব না। তাই আজকে আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে তাদের পোষা কুকুর ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। তারা সেন্টমার্টিন দিয়ে দেবে আর তাদের ক্ষমতায় এনে দেবে। মার্কিন সাম্রাজ্যবাদ আজকে ভিসানীতি ঘোষণা করেছে, আমেরিকাতে যাদের বাড়ি-গাড়ি আছে তাদের কাপড়-চোপড় ঠিক নেই। কাপড় নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমরা যারা আছি তাদের কোনো আকাঙ্ক্ষা নাই। আমাদের আমেরিকা যাওয়ার দরকার নেই। তারা নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডাতে নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের কিছুই করতে পারেনি।’

বিএনপির সমালোচনা করে কাদের মির্জা বলেন, ‘বিএনপি হারিকেন নিয়ে মিছিল করেছে। এখানে দাঁড়িয়ে বলছি, ১৫ দিন পর আপনাদের হারিকেন আপনাদের গলায় লাগাব। কী যেন ঘেরাও করবেন, করেন না ঘেরাও। ইনশাআল্লাহ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে। জনগণ আপনাদের তখন ঘেরাও করবে।’

এ সময় আরও বক্তব্য দেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, পৌর যুবলীগের সভাপতি সামছু উদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক খান শিহাবুর রহমান শিহাব সহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *