গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশু সহ দুই জন হয়েছেন। দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নীচে কাটা পড়ে তারা
ঘটনাস্থলেই মারা গেছেন।
বুধবার(০১) জুলাই সকাল ১০টার দিকে জয়দেবপুর জিআরপি পুলিশ জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের সাহাপাড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন আঃ মোতালেব(৭০) পিতা রমিজ উদ্দিন শেখ। বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। তিনি গাজীপুর শহরে শ্রমিকের কাজ করতেন। নিহত শিশুর নাম
হাওয়া আক্তার(১২)। পিতার নাম মোসলেম উদ্দিন। বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইন থানার দেলজঙ্গা গ্রামে। শিশুটি গাজীপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনের কাছাকাছি সাহাপাড়া এলাকা অতিক্রমকালে ওই দুই জন দ্রুত রেললাইন ক্রস করার সময় ট্রেনের নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মরা যান।
জয়দেবপুর জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) দাদন মিয়া দুই জন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেছেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে কমলাপুর থানায় মামলা হয়েছে।