বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে আয়ারল্যান্ড। ব্যাটে নেমে পেসার হাসান মাহমুদের বোলিং তোপে পড়ে আইরিশরা। ১৬ রান তুলতেই হারিয়েছে দুই উইকেট।
প্রথম ওভারেই আইরিশ শিবিরে আঘাত হানেন হাসান। ওভারের পঞ্চম বলে পল স্টার্লিংকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। কোনো রান না করেই ফেরেন স্টার্লিং।
ইনিংসের শুরু থেকেই বলে দারুণ মুভমেন্ট আদায় করেন হাসান। মাঝে মাঝে ভয়ংকর সব আউটসুইংয়ে পরাস্ত করতে থাকেন আইরিশ ব্যাটসম্যানদের। ১ম ওভারের পর ৭ম ওভারে তার ফল পান হাসান। ওভারের প্রথম বলে হাসানের বল খেলতে গিয়ে আউটসাইড এজ হয় আইরিশ ওপেনার স্টিফেন ডোহানির। পয়েন্টে সহজ ক্যাচ ধরতে কোনো ভুল করেননি শুরু থেকেই দারুণ ফিল্ডিং করতে থাকা মেহেদী হাসান মিরাজ। ১২ রান করেন ডোহানি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড। উইকেটে আছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। নিজের প্রথম ৫ ওভারের স্পেলে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচেও তেমন কিছুর শঙ্কা দেখা দিয়েছিল। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ৩টা ৪৫ এর সময়। ইংল্যান্ডের চেমসফোর্ডে বৃষ্টির কারণে সেই টস অনুষ্ঠিত হয়েছে সাড়ে ৫টায়। খেলা শুরু হয়েছে ৬টায়। দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয়েছে। দুই দল ৪৫ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে।