আল কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর গতকাল অনেকটা নাটকীয়তার মধ্যে ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এএনবি) নির্দেশও দিয়েছেন। এর পরেই আজ শুক্রবার এ মামলায় জামিন পেতে আইএইচসি আদালতে হাজির হয়েছেন পিটিআই প্রধান। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরান খানের জামিন আবেদনের শুনানি করবেন।
সহিংসতায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে
আজ কড়া নিরাপত্তার মাঝে আদালতে হাজির হন ইমরান খান। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আদালত প্রাঙ্গণে পুলিশ ও রেঞ্জার্সের ভারী মোতায়েন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় আদালতে হাজির হন ইমরান খান। এরপর তার বায়োমেট্রিক নেওয়া হয়।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনার পর পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে পিটিআই-এর শত শত কর্মী গ্রেপ্তার হয়েছে।