গাজীপুর সিটি নির্বাচনের ব্যাপারে যা বললেন জাহাঙ্গীরের মা

Slider গ্রাম বাংলা


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের মা বেগম জায়েদা খাতুন বলেছেন, ‘মিথ্যা ও ভুয়া অভিযোগ তুলে আমার ছেলের মনোনয়ন বাতিল করা হয়েছে। গত ১৮ মাস ধরে আমার ছেলের ওপর অনেক অবিচার হয়েছে। তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তাই আমি নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। দেখি আল্লাহ পাকের ইচ্ছায় জনগণ আমাদেরকে কেমন ভালোবাসেন।’

আজ শনিবার দুপুরে নগরের ছয়দানা এলাকার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এসময় জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জায়েদা খাতুন, ‘আশা করছি, নগরের ৫৭টি ওয়ার্ডের জনগণ আমাদের পাশে রয়েছেন। নির্বাচনে বিজয়ী হতে পারলে ছেলেকে সঙ্গে নিয়ে আমার ছেলের অসমাপ্ত কাজ, রাস্তা-ঘাট যেগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেগুলোসহ সব ধরনের কাজ করে যাব। আর অনেক আগে থেকেই আমিও ব্যক্তিগতভাবে নানাভাবে মানুষের সেবা করে আসছি, সে হিসেবে নগরবাসী তাকে নির্বাচিত করলে তারা নিরাশ হবেন না।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বেগম জায়েদা খাতুন। ছবি: আমাদের সময়

তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে নগরবাসীর নাড়ির সম্পর্ক। সে দীর্ঘদিন ধরেই নগরবাসীর কল্যাণে নিজেকে সমর্পন করেছে। নগরের প্রশস্ত রাস্তাঘাট তার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার ফসল, অথচ নগরের উন্নয়ন থমকে দিয়ে তার ওপর নানা অপবাদ তোলা হয়। এটা আমাদের নগরবাসী জানেন, তাই জনগণ ভোটের মাধ্যমে সব অপবাদের জবাব দিবেন এবার।’

আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র মেয়র হিসেবে প্রার্থী হলে মনোনয়নপত্র বাছাইয়ে ঋণখেলাপি জনিত কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। যদিও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন। জাহাঙ্গীর আলম আপিলে প্রার্থীতা ফিরে না পাওয়ায় এখন উচ্চ আদালতে যাওয়ার বলছেন। সবশেষ যদি তিনি আর নাই নির্বাচনের সুযোগ পান তবে তার মাকে নিয়েই নির্বাচনী মাঠে থাকবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *