ঈদযাত্রার দ্বিতীয় দিনেও দেরিতে ছেড়েছে ট্রেন

Slider জাতীয়


প্রথম দিনের মতো ঈদযাত্রার দ্বিতীয় দিনেও বিলম্বে যাত্রা শুরু করেছে ট্রেন। আজ মঙ্গলবার ৪০ মিনিট দেরিতে ছেড়েছে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’। ফলে পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরিতে ছেড়েছে। এর আগে গতকাল সোমবার ঈদযাত্রার প্রথম দিনে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ স্টেশন ছাড়তে ২০ মিনিট দেরি করেছিল।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এই চিত্র দেখা গেছে। এতে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেও অনেকে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে শিডিউল দেওয়া হয়েছে। এটি ৭ নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কখন ছাড়বে তা কেউ জানাতে পারেননি।

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ‘২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।’

চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *