——–শান্তা কামালী
তোমার রেখে যাওয়া রুটি তে
আমি ভাগ বসাবো না,
তোমার নিঃশেষ হওয়া চা’য়ের কাপে…….
ঠোঁট ছুঁয়ে তুলে নেবো
তোমার ঠোঁটের আস্বাদন,
সবার অজান্তে।
তোমার জমিতে,বাড়িতে আমি যাবো না
দখলদারির দলিল দেখতে,
আমি দূরে দাঁড়িয়ে শ্রাবণী সন্ধ্যায়
তোমার গাছে চাঁপা ফুটলে
নেবো বুক ভরে নিঃশ্বাস,
অনুভবে তুমি একান্তে….
তোমার বৈভবের দিকে আমার চোখ
যাবে না কোনদিন,
শুধু তোমার বাতিল পোশাকের বুকে মুছতে
দেবো না কারো পা,
তুলে রেখে দেবো দেরাজে,
শীতের রোদে মেলে দিয়ে সন্ধ্যায় ঘ্রাণ নেবো তার,
উত্তাপ খুঁজে পাবো তোমার,
একাকী মনের প্রান্তে।
তুমি চলে যাবার আগে……
এসবের কিছু ই কি জানতে না ?
শান্তা কামালী ১১/৪/২৩
সিলেট সদর।