‘ছেলে বাড়ি ফিরলেই নাতীর নাম রাখবেন রাজ্জাকের মা’

Slider ফুলজান বিবির বাংলা

81168_r-7

 

আট দিন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হাতে আটক থাকার পর আজ বিকালে ছাড়া পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাক। বিকালে মিয়ানমারের মংডুতে প্রায় পাঁচ ঘণ্টা পতাকা বৈঠক করে রাজ্জাককে বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিজিপি। দেশে ফিরে রাজ্জাক বলেছেন, তিনি সুস্থ্ আছেন। এদিকে তার ফিরে আসার খবরে নাটোরে তার গ্রামের বাড়িতে তার পরিবারে ফিরেছে স্বস্থি। তাকে বরণ করতে পরিবারের সঙ্গে প্রতিক্ষায় রয়েছে রাজ্জাকের প্রতিবেশীরাও। স্ত্রী আসমা বেগম স্বামীর কোলে তাদের তৃতীয় সন্তানকে তুলে দেয়ার অপেক্ষায় আছেন, যার জন্ম হয় রজ্জাক আটক হওয়ার চার দিন পর। রাজ্জাকের মা বুলবুলি বেগম বলেন, ছেলে বাড়ি ফিরলেই নাতীর নাম রেখে আকিকা হবে, আনন্দ হবে। রাজ্জাকের ফিরে আসার খবরে দোয়া-মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করেছেন তারা। এখন যত দ্রুত সম্ভব তাকে গ্রামের বাড়িতে পাঠানোর দাবী জানিয়েছেন তারা।
এর আগে ১৭ই জুন বুধবার জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন তারা মোল্লার ছেলে আব্দুর রাজ্জাককে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অপহরণ করে নিয়ে যায়। পরে বিজিপির ফেসবুক পেইজে আবদুর রাজ্জাকের হাত বাধা ছবি প্রকাশ করা হয়। তা দেখে উদ্ভিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অজানা উৎকণ্ঠা আর আশঙ্কায় কাটতে থাকে অস্বস্তিকর পরিস্থিতি। যার অবসান হয় তার ফিরে আসার মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *