ভয় দেখিয়ে মুরগি হত্যা, ৬ মাসের কারাদণ্ড

Slider লাইফস্টাইল


প্রতিবেশীর মুরগীর খামারের ১১০০ মুরগিকে ভয় দেখিয়ে হত্যা অভিযোগে এক ব্যক্তির ছয় মাসের জেল হয়েছে। চীনের হুনান প্রদেশের ‘গু’ নামে এক ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়েছে। সিএনএন ও নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই অভিযুক্ত ব্যক্তি এ কাজ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের এপ্রিল মাস থেকেই গু ও তার প্রতিবেশী ঝং এর মধ্যে ঝামেলা চলছিল। সেই সময় ঝং অনুমতি না নিয়েই গু-এর কয়েকটি গাছ কেটে ফেলে। এর পরেই প্রতিশোধ নেয় গু।

চায়না ডেইলির বরাত দিয়ে এনডিটিভির বলছে, প্রতিশোধ নিতে গু ঝংয়ের মুরগির খামারে যায়, এর পর খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সেই দিন ঝংয়ের খামারের ৪৬০ মুরগির মৃত্যু হয় এবং গুকে পুলিশ আটক করে। এই ঘটনায় গুকে ৪৫ হাজারের বেশি টাকা জরিমানা করা হয়। এসব টাকা ঝংকে দেওয়া হয়। এতে করে আরও বেশি ক্ষুব্ধ হয় গু। পরবর্তীতে তিনি আবার প্রতিশোধ নিতে ঝংয়ের খামারে যান এবং একই পদ্ধতিতে ৬৪০ মুরগি হত্যা করেন।

এ নিয়ে গত মঙ্গলবার চীনের আদালত ‘গু ইচ্ছাকৃত অন্যের সম্পদের ক্ষতি করতে চেয়েছে’ উল্লেখ করে দোষী সাব্যস্ত করেছেন। এতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় গুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *