আমরা যেন আল্লাহর ওয়াস্তে বেঁচে আছি: জিএম কাদের

Slider রাজনীতি


জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘একটার পর একটা দূর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে।’

আজ বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের রাজধানীর বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘এবছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কিন্তু কি কারণে ঘটেছে এবং সরকার কি ব্যবস্থা নিয়েছে তা কেউ জানে না। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকারের কি করা উচিত ছিল. কি করা হয়নি- তা কেউ জানে না। মনে হচ্ছে কারও জবাবদিহি নেই। যার যেভাবে ইচ্ছা সেভাবেই দেশ চালাচ্ছে। আমরা যেন আল্লাহর ওয়াস্তে বেঁচে আছি।’

বেলা ১টায় জাতীয় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ও সহযোগী সংগঠনের প্রতিকী অনশনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জিএম কাদের। এসময় তিনি রমজান মাসে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান। জাতীয় সংসদে এমপিওভূক্ত শিক্ষকদের দাবিগুলো সংসদে উপাস্থপন করা হবে তাদের জানান জিএম কাদের। তার এমন আশ্বাসে প্রতিকী অনশন প্রত্যাহার করেন শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *