এই সরকার পচা গম খাইয়ে জনগণকে মারতে চায়

Slider জাতীয় ঢাকা রাজনীতি

khaladaBG_996771982ঢাকা: সরকার পচা গম খাইয়ে জনগণকে মারতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বুধবার (২৪ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া আরও বলেন, যে গম গরু-ছাগল, হাঁস-মুরগি খায় না, সেই গম সরকার মানুষের জন্য নিয়ে এসেছে। আসলে এই সরকার পচা গম খাইয়ে জনগণকে মারতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *