মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদকসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।গত ২৮ মার্চে, মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ২৭ মার্চে, (২৪ ঘণ্টাব্যাপী) সোমবার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ১৬, অস্ত্র মামলায় ২, মাদকসেবনের মামলায় ১২, গ্রেফতারি পরোয়ানায় ৩ ও সন্দেহজনক ৫ জন রয়েছেন। এ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ফেনসিডিল ২৪ বোতল, ২ বোতল বিদেশি মদ, ২টি বার্মিজ চাকু, ১৮টি চাইনিজ চাকু উদ্ধারসহ ৪৩টি মোটরসাইকেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। রমজান মাসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।